মাতুয়াইল  মেডিকেল শহীদ নগর চৌরাস্তা মোড় পুকুরের ১ম খেলা

মাতুয়াইল মেডিকেল শহীদ নগর চৌরাস্তা মোড় পুকুরের ১ম খেলা আগামী ৩১ অক্টোবার বৃহস্পতি বার বিকাল ৫টা থেকে পরদিন ০১ নভেম্বর বিকাল ৫ টা পর্যন্ত ২৫ মাচার অনুষ্ঠিত হবে। প্রতি সিটে ০৩ টি বর্শি ফেলতে পারবেন।

গুগল লোকেশন: https://maps.app.goo.gl/HbiYSfg3KPQg8UEx6

মাছের বিবরণঃ

  • রুই- ৫০০ গ্রাম থেকে ২.৫ কেজি+
  • কাতল- ১ কেজি থেকে ০৩ কেজি +
  • কালিবাউস- ১ থেকে২.৫ কেজি +
  • মৃগেল- ৫০০ গ্রাম থেকে ২.৫ কেজি +
  • ব্রিগেড- ১ থেকে ০৩ কেজি +
  • তেলাপিয়া- ১০০ গ্রাম থেকে ১ কেজি+
  • পাংগাস মাছ- ৫০০ গ্রাম থেকে ০৭ কেজি +

আনুমানিক মোট মাছের ওজন ৫০ মনের অধিক

মাছ ধরার নিয়ম সমূহঃ

  • শুধু মাত্র ডিম রুটির খেলা হবে।
  • শুধু মাত্র দুই কাটা -চার কাটার খেলা হবে।
  • একটি আসনে তিনটির বেশি ছিপ ফেলা যাবেনা
  • কোন প্রকার চার করা যাবে না
  • খালি র্বশি বা এ্যংকর, ঝুমকা কাটা ব্যবহার করা যাবে না।
  • কোন প্রকার ক্যামিকেল বাইট ব্যাবহার করা যাবেনা।
  • খাওয়া দাওয়া, রাতে লাইটিং ব্যবস্থ নিজ দায়িক্তে করতে হবে।

এক বা একাদিক নিয়ম ভঙ্গ করলে কোন প্রকার টাকা ফেরত না দিয়ে আপনার আসন টি বাজেয়াপ্ত করা হতে পারে।

কি ভাবে আসবেনঃ

মাতুয়াইল মেডিকেল রোড থেকে রিকশা বা অটো তে সরাসরি শহীদ নগর চৌরাস্তা মোড় আসতে পারবেন।

যোগাযোগঃ

রিয়েল ইমন – ০১৮৪৭৯-৪৮৭৬৫২

হটলাইন- ০১৯২০-৮৩০১০১

Attendee List

event-image

Real Emon

Email: [email protected]

event-image

Real

Email: [email protected]

event-image

Pavel

Email: [email protected]

event-image

Maksudur Rahman

Email: [email protected]

event-image

mukit

event-image

arhob

  • Date : October 31, 2024 - November 1, 2024
  • Time : 5:00 pm - 5:00 pm (Asia/Dhaka)
  • Venue : শহীদ নগর চৌরাস্তা মোড়, কুতুবপুর, ফতুল্রা, নারায়নগঞ্জ।