project 6B is a
র্নিদিষ্ট সময়ের মধ্যে টিকিটের সম্পূন টাকা পরিশোধ করে টিকিট সংগ্রহ করতে হবে
টিকিট সংগ্রহ করার পর লোটারীর মাধ্যমে আসন বন্টন করা হবে
শিকারীরা আসন গ্রহন করবেন এবং খেলার জন্য প্রস্তুতি গ্রহন করবেন।
শিকারী গণ নিয়ম মেনে শিকার শুরু করবেন। এবং শিকার চলতে থাকবে।
শিকারী গণ বিকাল ০৪:৪৫ খেলা শেষ করবেন এবং বিশেষ বিবেচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিবেন।
বিজয়ী শিকারী গণ বা দলের নাম ঘোষনা করা হবে এবং বিজয়ীদের পুরস্কার প্রদান করা হবে।
পুকুর মালিক, আয়োজক কমিটির সমাপনী বক্তব প্রদান ও পরর্বতী আসরের দিন তারিখ শোষনা করবেন।
ইভেন্ট শুরু হওয়ার ৪৮ ঘন্টা বা দুইদিনের মধ্যে জানাতে হবে এবং ৩% বাতিল করন চার্জ প্রযোজ্য।
টিকিট হস্তান্তর করা যাবে। সেক্ষেত্রে প্রিন্ট করা কপি ও মোবাইল নাম্বার প্রয়োজন।
ইভেন্টের নিয়ম ভঙ্গ না করলে, শর্তসাপেক্ষে মাছ না পেলে বিবেচনা করা হবে।
Google
Yahoo
Apple
Outlook