১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষ্যে মাছ ধরুন লুট অফারে।
- তারিখ: ১৯ তারিখ বিকাল হতে ২০ তারিখ সন্ধ্যা পর্যন্ত।
- আসন সংখ্যা: ১০টি।
- খেলার ধরন: ডিম -রুটির খেলা
- সময়: ২৪ ঘন্টা (ডে- নাইট)
- প্রতি সিটে ০৩ টি ছিপ
মাছের ধরন: রুই, কাতল, কালিবাউস, কার্পু, বাটা, পাংগাস, তেলাপিয়া। (২ কেজির উপর মাছ নাই)
আলহামদুলিল্লাহ!!! মাছ আছে প্রচুর।
ঠিকানা: ভুঁয়গড় ক্যানাল পাড়, সাইনবোর্ড, নারায়ণগঞ্জ।
শর্তাবলী :
১. প্রাকৃতিক দূর্যোগ এর জন্য কতৃপক্ষদায়ী থাকবে না।
২. খালি বর্শি বা এ্যংকর ফেলা যাবেনা।
৩. কোন প্রকার চার করা যাবেনা
৪. আইডোফরম বা কোন প্রকার ক্যামিকেল চার বা টোপ করা সম্পূর্ন নিষেধ।
৫. কোন আসনে তিনটির বেশি ছিপ ফেলে রাখা যাবেনা।
৬. নির্দিষ্ট স্থানে ময়লা বা প্লাস্টিক বর্জ্য ফেলবেন।
৭. কোন প্রকার মদ বা মাদক সেবন করা যাবেনা।
৮. অশ্লীল কথা বলা বা পাশের সিটে শিকার ব্যহত হয় এমন কাজ করা থেকে বিরত থাকতে হবে।
বি. দ্র: এটাই প্রথম খেলা।