খাড়াকান্দি নদীতে মাছ ধরার এখনই সময়। নতুন শিকারীদের জন্য সুখবর। যারা একেবারে নতুন তাদের অনেক প্রশ্ন থাকে এই যেমন- কিভাবে যাবেন? কোন পয়েন্টে বসবেন? নৌকা ব্যবস্থা কিভাবে করবেন? থাকবেন কিভাবে? খাবেন কোথায়? এতো কিছু ভাবছেন তাদের জন্য সুখবর।
GoFshingPro পক্ষ থেকে খাড়াকান্দি নদীতে মৎস শিকারে যাওয়ার সূবর্ন সুযোগ রয়েছে।
যাওয়া-আসা, খাওয়া-দাওযা, পয়েন্ট ব্যবস্থা করা, নৌকায় বসে খাড়াকান্দি নদীতে মাছ শিকার করা নিয়ে আর ভাবতে হবে না। নৌকায় বসে এক সাথে ৪-৫ জনের টিম আরামে মাছ ধরতে পারবেন। প্রতিটিমে এক জন গাইড থাকবেন। তাই নদীর এডভেঞ্চার শিকারী আমাদের সাথে যোগ দিতে পারেন।
- পিকআপ পয়েন্ট: কদমতলী বাস স্ট্যান্ড।
- টিম মেম্বর: প্রতি নৌকায় ৪ (সর্বোচ্চ)
সে সকল সুবিধা পাবেন:
- নৌকা নিয়ে মাছ ধরার সুবিধা
- তিন বেলা খাবার
- কদমতলী থেকে খাড়াকান্দি যাতায়াত সুবিধা
- সার্বক্ষনিক ট্রিপ গাইড ও নদীর দক্ষ শিকারী
সাবধানতা:
- নিজের প্রয়োজনীয় ঔষুধ ও নিজ ব্যাবহার্য জিনিস পত্র।
- এন আই ডি ফটোকপি সঙ্গে আনতে হবে
- গরম কাপড় আনতে হবে।
- ছিনতায়, চুরি এড়াতে দামী বা মূল্যবান জিনিস পত্র সঙ্গে আনা যাবেনা।
- কোন প্রকার ছিনতায়, চুরি হলে ট্রিপ কতৃপক্ষ দায়ী থাকবেনা।