gofishingpro নিয়ে এলো মেঘনা নদীর ট্রিপ। ঢাকা বা ঢাকার আশে পাশে থেকে যারা মেঘনাতে যেতে চান তাদের জন্য দারুণ খবর। যারা নদীতে পয়েন্ট চেনেন না, নৌকা ভাড়া করার ঝামেলার কারনে মেঘনায় চাইলেও মাছ ধরতে পারেন না।
Go Fishing Pro পক্ষ থেকে মেঘনা নদীতে মৎস শিকারে যাওয়ার সূবর্ন সুযোগ রয়েছে।
gofishingpro নিয়ে এলো মেঘনা নদীর ট্রিপ। ঢাকা বা ঢাকার আশে পাশে থেকে যারা মেঘনাতে যেতে চান তাদের জন্য দারুণ খবর। যারা নদীতে পয়েন্ট চেনেন না, নৌকা ভাড়া করার জামেলার কারনে মেঘনায় চাইলেও মাছ ধরতে পারেন না।
- পিকআপ পয়েন্ট: চিটাগাং রোড।
- টিম মেম্বর: প্রতি নৌকায় ৪ (সর্বোচ্চ)
সে সকল সুবিধা পাবেন:
- নৌকা নিয়ে মাছ ধরার সুবিধা
- তিন বেলা খাবার
- যাতায়াত সুবিধা
- সার্বক্ষনিক ট্রিপ গাইড ও নদীর দক্ষ শিকারী
সাবধানতা:
- নিজের প্রয়োজনীয় ঔষুধ ও নিজ ব্যবহার্য জিনিস পত্র।
- এন আই ডি ফটোকপি সঙ্গে আনতে হবে।
- গরম কাপড় আনতে হবে।
- ছিনতায়, চুরি এড়াতে দামী বা মূল্যবান জিনিস পত্র সঙ্গে আনা যাবেনা।
- কোন প্রকার ছিনতায়, চুরি হলে ট্রিপ কতৃপক্ষ দায়ী থাকবেনা।