প্রোজেক্ট সিক্স বি এর সাড়ে ছয় বিঘার পুকুরে আগামী ১৪ ইং নভেম্বর বিকাল ০৩ টা থেকে ১৫ ইং নভেম্বর বিকাল ০৪ টা পর্যন্ত ২০২৪ সালের প্রথম খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
২৪ ঘন্টার এই ১৬ টি আসনে এক কাটা দু কাটা ও চার কাটা ডিম-রুটির খেলা হবে। প্রতি সিটে ০৪ (চারটি) করে ছিপ ফেলতে পারবেন। শুধু মাত্র উত্তরপাড়ে মাচা থাকবে, ২০০ ফিট লম্বা এবং ২৫ ফিট চওড়া ক্যানেল আছে পানির গভীরতা ছয় ফিট থেকে সাড়ে ছয় ফিট এবং বাকি অংশের গভীরতা কোমর পানি। এক মাচা থেকে অন্য মাচার দূরত্ব ১২-১৫ ফিট।
পুকুরের বৈশিষ্ট্য:
- মোট জলাকারের আয়তন : ৫.৫ বিঘা
- উত্তর পাড়ে পানির গভিরতা : ৬ থেকে সাড়ে ৬ ফিট।
- মাচার দূরত্ব : ১২-১৫ ফিট।
- মোট মাচা সংখ্যা : ১৬ টি।
- আনুমনিক সর্বমোট মাছের ওজন : ৫০ থেকে ৫৫ মন।
মাছের বিবরন:
- রুই ১ থেকে ৩ কেজি
- কালিবাউস ১ থেকে ৩ কেজি
- কাতল ১.৫ থেকে ৩.৫ কেজি
- গ্লাসকার্প ১ থেকে ৫ কেজি
- মৃগেল- ১ থেকে ৩ কেজি
- মিনার কার্প/ র্কাফু- ১ থেকে ৩.৫ কেজি
- পাংগাস- ০.৫ থেকে ১ কেজি (মাত্র ৭০ পিচ)
- তেলাপিয়া- ২৫০ গ্রাম থেকে ১ কেজি (অল্প কিছু সংখ্যক)
- সরপুটি- ২০০ গ্রাম থেকে ১.৫ কেজি
- সর্বমোট ৫০ থেকে ৫৫ মন মাছ আছে।
লোকেশন:
প্রোজেক্ট সিক্স বি, (ছোটফা মাদ্রাসা সাথে) গোপিনাথপুর, গোপালগঞ্জ।
গুগল লোকেশন: https://maps.app.goo.gl/cdnibQvqknWjXVVr9
খেলার ধরন:
- ২৪ ঘন্টার দিবা- রাত্রি খেলা
- প্রতি আসনে ০৪ (চার)টি ছিপ।
- ডিম-রুটি খেলা
- এক কাটা, দুই কাটা ও চার কাটা খেলা।
সুযোগ-সুবিধা:
- রাতে বিদ্যূতের সুব্যবস্থা
- খাবার হোটেলের সুব্যবস্থা
- বিশ্রামের ব্যবস্থা
- খাবার পানির সুব্যবস্থা থাকবে।
- পাড়ে ওয়াস রুম আছে।
শর্ত সমূহ:
১. প্রাকৃতিক দূর্যোগ এর জন্য কতৃপক্ষদায়ী থাকবে না।
২. তল-ভাসা, খালি বর্শি বা এ্যংকর ফেলা যাবেনা।
৩. পানিতে নেমে বা চারকাটির সাহায্যে চার করা যাবেনা।
৪. আইডো ফরম বা কোন প্রকার ক্যামিকেল চার বা টোপ করা সম্পূর্ন নিষেধ।
৫. কোন আসনে চারটির বেশি ছিপ ফেলে রাখা যাবেনা।
৬. নির্দিষ্ট স্থানে ময়লা বা প্লাস্টিক বর্জ্য ফেলবেন।
৭. কোন প্রকার মাদক বা নেশা জাতীয় দ্রব্য সেবন করা যাবেনা।
৮. অশ্লীল কথা বলা বা পাশের সিটে শিকার ব্যহত হয় এমন কাজ করা থেকে বিরত থাকতে হবে।
উপরোক্ত শর্ত সমূহের এক বা একাদিক নিয়ম ভঙ্গ করলে কোন আপোষ ছাড়া সিট বাতিল করা হবে।
কিভাবে আসবেন:
ঢাকা হতে গোপালগঞ্জ গাড়িতে চন্দ্রদিঘলীয়া বাস স্ট্যান্ড থেকে ছোটফা মাদ্রাসা যেতে হবে।
অথবা গোপিনাথপুর থেকে ভ্যানে উঠলে ছোটফা মাদ্রাসা সাথে খামার
অথবা চন্দ্রদিঘলীয়া থেকে ছুটফা মাদ্রাসা যেতে হবে। ছোটফা মাদ্রাসা সাথে,
ভলেনটিয়ার থাকবে মাদ্রসার মাঠে।
বি:দ্র: টিকিট বা বুকিয়ের টাকা অনলেইনে প্রদান করে টিকিট সংগ্রহ করতে হবে।
এখন থেকে শিকারীদের প্রতারনার দিন শেষ। “GoFishingPro তে মাছ ধরা টিকিট কিনুন খুব সহজে, মাছ দরুন নিশ্চিন্তে।” বিক্রয় বা বুকিং এর জন্য যোগাযোগ করুন WhatsApp/imo/Telegram -01920-830101 / 01849-487652