প্রজনন : বর্ষায় এরা স্রোতযুক্ত পানিতে ডিম দেয়।কিন্তু বদ্ধ পানিতে কখনো ডিম দেয়না।তবে বর্তমানে ইনজেকশনের মাধ্যমে হরমোন প্রয়োগ করে এদের সফলভাবে কৃত্রিম প্রজনন করানো হচ্ছে। বর্ষাকালে, বিশেষ করে জুন-জুলাই মাসে এদের প্রজনন ঘটে। ৩৯-৪০ সে.মি. দৈর্ঘ্যের একটি মাছ ১,৯৩,০০০ থেকে ২,৮৮,০০০ ডিম পাড়ে।