Event Manager
শিকারী গণ বিকাল ০৪:৪৫ খেলা শেষ করবেন এবং বিশেষ বিবেচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিবেন।
বিজয়ী শিকারী গণ বা দলের নাম ঘোষনা করা হবে এবং বিজয়ীদের পুরস্কার প্রদান করা হবে।
পুকুর মালিক, আয়োজক কমিটির সমাপনী বক্তব প্রদান ও পরর্বতী আসরের দিন তারিখ শোষনা করবেন।
র্নিদিষ্ট সময়ের মধ্যে টিকিটের সম্পূন টাকা পরিশোধ করে টিকিট সংগ্রহ করতে হবে
টিকিট সংগ্রহ করার পর লোটারীর মাধ্যমে আসন বন্টন করা হবে
শিকারীরা আসন গ্রহন করবেন এবং খেলার জন্য প্রস্তুতি গ্রহন করবেন।
শিকারী গণ নিয়ম মেনে শিকার শুরু করবেন। এবং শিকার চলতে থাকবে।