খুলনার একতা সৌখিন মৎস্য খামার একটি চমৎকার মৎস্য শিকারের স্থান হিসেবে পরিচিত। খুলনা শহরের কাছাকাছি জনপ্রিয় ফিসিং স্পট গুলোর মধ্যে একতা সৌখিন মৎস্য খামার অন্যতম। যৌথ মালিকানায় ২০১৮ সাল থেকে একতা সৌখিন মৎস্য খামার পরিচালনা হয়ে আসছে। ৩ টি পুকুরের ১ টি তে মাছ বড় করা হয় বাকি ২ টি তে টিকিটের মাধ্যমে খেলা পরিচালনা করা হয়। ১ ও ৩নং পুকুরে সারা বছর মাছ ধরার খেলা পরিচালিত হয়।টিকিট মূল্য খেলা ভেদে দশ থেকে ত্রিশ হাজার টাকা পর্যন্ত। ১নং পুকুরে ৩০টি মাচা সহ ঘাট আছে এবং আয়তন প্রায় ৯১০০ বর্গ মিটার বা ৩.৫ বিঘা এবং ৩ নং পুকুরে ২৫ টি ঘাট আছে মোচা নাই তাই পাড়ে বসে শিকার করতে হবে। মাছের প্রকারভেদ বলতে রুই ,কাতল, মৃগেল , কালবাউশ, ব্লাককার্প , গ্লাসকাপ, মিনার কাপ পাঙাশ ও ভেটকিমাছ উল্লেখযোগ্য। ১ কেজি থেকে ২০ কেজি পর্যন্ত মাছ রয়েছে, যা মৎস্য শিকারপ্রেমীদের জন্য একটি বিশেষ আকর্ষণ। লটারির মাধ্যমে ঘাট বণ্টন এবং মাচাসহ আধুনিক সুবিধা এই খামারের জনপ্রিয়তা বৃদ্ধিতে সাহায্য করেছে। সকল খেলার আগে একতা সৌখিন মৎস খামারের fb/group এ ঘোষনা করা হয়।
মাতুয়াইল মেডিকেল শহীদ নগর চৌরাস্তা মোড় পুকুরের ১ম খেলা আগামী ৩১ অক্টোবার বৃহস্পতি বার বিকাল ৫টা থেকে